ইন্দোনেশিয়ার সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৪২৯; নিখোঁজ ১৫৪
https://parstoday.ir/bn/news/world-i66832-ইন্দোনেশিয়ার_সুনামিতে_মৃতের_সংখ্যা_বেড়ে_৪২৯_নিখোঁজ_১৫৪
ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীর উপকূলে গত শনিবার আঘাত হানা সুনামিতে মৃতের সংখা বেড়ে ৪২৯-এ দাঁড়িয়েছে। এছাড়া, আহত হয়েছেন ১৪০০ এবং নিখোঁজ রয়েছেন ১৫৪ জন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৮ ১৮:৪১ Asia/Dhaka
  • এখনো উদ্ধার করা হচ্ছে মৃতদেহ
    এখনো উদ্ধার করা হচ্ছে মৃতদেহ

ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীর উপকূলে গত শনিবার আঘাত হানা সুনামিতে মৃতের সংখা বেড়ে ৪২৯-এ দাঁড়িয়েছে। এছাড়া, আহত হয়েছেন ১৪০০ এবং নিখোঁজ রয়েছেন ১৫৪ জন।

শনিবার রাতে ভয়াবহ এ সুনামি আঘাত হানে এবং সে সময় সমুদ্রের ৬৫ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হয়। বহু মানুষ উঁচু ভূমিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আগামীকাল বুধবার পর্যন্ত বড় রকমের জোয়ারের সতর্কতা রয়েছে।  

সুনামির আঘাতে লণ্ডভণ্ড সুন্দা উপকূল

ধ্বংসস্তুপের নিচ থেকে মৃতদেহ বের করে আনার জন্য প্রশিক্ষিত কুকুর এবং আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। এখনো উদ্ধার তৎপরতা চললেও ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া লোকজনের বেঁচে থাকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ বলেছেন, “বহু এলাকা আছে যেগুলো ক্ষতিগ্রস্ত হয় নি বলে আমরা ভেবেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে সেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।”

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রহো ওই দিন জানিয়েছিলেন, সুনামির আঘাতে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্রের নিচে ভূমিধসের কারণে সুনামি ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।#     

পার্সটুডে/এসআইবি/২৫