সন্ত্রাসবাদে অর্থ যোগান: সৌদিকে কালো তালিকাভুক্ত করবে ইউরোপ
https://parstoday.ir/bn/news/world-i67949-সন্ত্রাসবাদে_অর্থ_যোগান_সৌদিকে_কালো_তালিকাভুক্ত_করবে_ইউরোপ
সন্ত্রাসবাদে অর্থ যোগান দেয়া বন্ধ করতে ব্যর্থতা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করার পরকিল্পনা করছে ইউরোপীয় কমিশন। জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের বিরোধিতা উপেক্ষা করে কমিশন এ ব্যবস্থা নেবে বলে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০১৯ ১৮:০১ Asia/Dhaka
  • ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদে জাঁকার
    ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদে জাঁকার

সন্ত্রাসবাদে অর্থ যোগান দেয়া বন্ধ করতে ব্যর্থতা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করার পরকিল্পনা করছে ইউরোপীয় কমিশন। জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের বিরোধিতা উপেক্ষা করে কমিশন এ ব্যবস্থা নেবে বলে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে।

পত্রিকাটি বলছে, ‘নোংরা অর্থ’ লেনদেনের বিষয়ে যারা লড়াই করতে ব্যর্থ হয়েছে এমন ২৩টি দেশকে কালো তালিকাভুক্ত করবে ইউরোপীয় কমিশন। বিষয়টি নিয়ে ব্রাসেলস একবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছে পত্রিকাটি।

ইউরোপীয় কমিশন এই প্রথম এ ধরনের তালিকা করতে যাচ্ছে। এ ক্ষেত্রে সৌদি আরবের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের অভিযোগ হচ্ছে- অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়েছে রিয়াদ।  

কালো তালিকাভুক্ত দেশগুলোর বিরুদ্ধে ইউরোপের ব্যাংকগুলো নজরদারি করবে। এসব দেশ থেকে যাওয়া অর্থ তারা পরীক্ষা করে দেখবে। কোনো অর্থের বিষয়ে সন্দেহ হলে বিষয়টি কর্তৃপক্ষকে জানাবে।#

পার্সটুডে/এসআইবি/৮