ফ্রান্সে ‘আলটিমেটাম ডে’তে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/world-i68892-ফ্রান্সে_আলটিমেটাম_ডে’তে_পুলিশের_সঙ্গে_বিক্ষোভকারীদের_সংঘর্ষ
ফ্রান্সের হলুদ জ্যাকেটধারী বিক্ষোভকারীরা আজ (শনিবার) দেশটিতে ‘আলটিমেটাম ডে’ পালন করছেন। এ উপলক্ষে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বড় বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। সরকারকে বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার সময়সীমা বেধে দিয়ে আজকের এ কর্মসূচি পালন করা হচ্ছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ১৬, ২০১৯ ১৮:০২ Asia/Dhaka
  • ফ্রান্সের হলুদ জ্যাকেটধারীদের বিক্ষোভে পুলিশের হামলা
    ফ্রান্সের হলুদ জ্যাকেটধারীদের বিক্ষোভে পুলিশের হামলা

ফ্রান্সের হলুদ জ্যাকেটধারী বিক্ষোভকারীরা আজ (শনিবার) দেশটিতে ‘আলটিমেটাম ডে’ পালন করছেন। এ উপলক্ষে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বড় বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। সরকারকে বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার সময়সীমা বেধে দিয়ে আজকের এ কর্মসূচি পালন করা হচ্ছে।

ফ্রান্সে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে বিক্ষোভকারীরা টানা ১৮ সপ্তাহ বিক্ষোভ-সমাবেশ করে আসছে। আজকের কর্মসূচিতে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা চ্যাম্পস-এলিসি সড়কের ব্যারিকেড সরিয়ে ফেলে। হলুদ জ্যাকেটধারী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ছোঁড়ে।   

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বিক্ষোভ গুরুত্বহীন করার জন্য গত দুই মাস ধরে সরকারি পর্যায়ে বির্তক অনুষ্ঠান করেছেন। কিন্তু আজকের বিক্ষোভের পর পরিষ্কার হয়েছে যে, তার সে পরিকল্পনা ভেস্তে গেছে। এদিকে, আজই ফ্রান্সে জলবায়ু পরিবর্তনের বিষয়ে আন্দোলনকারীরা রাজধানী প্যারিসে ‘মার্চ অব দ্যা সেঞ্চুরি’র ডাক দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৬