গ্রেপ্তার এড়াতে আত্মহত্যা করলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i69669-গ্রেপ্তার_এড়াতে_আত্মহত্যা_করলেন_পেরুর_সাবেক_প্রেসিডেন্ট
পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া আত্মহত্যা করেছেন। পুলিশের গ্রেপ্তার এড়াতে নিজ মাথায় গুলি করেন তিনি। তার বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। মাথায় গুলি করার পরে গার্সিয়াকে পেরুর রাজধানী লিমার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মার্তিন বিজকাররা গার্সিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ১৮, ২০১৯ ১৭:০৩ Asia/Dhaka
  • অ্যালান গার্সিয়া
    অ্যালান গার্সিয়া

পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া আত্মহত্যা করেছেন। পুলিশের গ্রেপ্তার এড়াতে নিজ মাথায় গুলি করেন তিনি। তার বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। মাথায় গুলি করার পরে গার্সিয়াকে পেরুর রাজধানী লিমার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মার্তিন বিজকাররা গার্সিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস মোরান জানিয়েছেন,ঘুষ নেয়ার অভিযোগে গ্রেপ্তারের জন্য পুলিশ গার্সিয়ার বাড়ি যায়। এ সময় গার্সিয়া একটা ফোন করবেন বলে এক মিনিট অপেক্ষা করতে বলেন পুলিস সদস্যদের। এরপর তিনি পাশের কক্ষে চলে যান। এর কিছুক্ষণ পরে ওই কক্ষ থেকে গুলির শব্দ এলে পুলিশ সদস্যারা দৌড়ে সেখানে যান। সেখানে তারা গার্সিয়াকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় একটি চেয়ারে বসে থাকতে দেখেন। ওই পুলিশ সদস্যারা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

গার্সিয়া পেরুতে দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৫ থেকে ১৯৯০ সালে প্রথম মেয়াদ শেষে তিনি আবারও ২০০৬ সালে ক্ষমতায় আসেন এবং ২০১১ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

দেশটির গোয়েন্দা সংস্থা বলছে,দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকাকালীন রাজধানী লিমায় মেট্রো লাইন নির্মাণে ওদেব্রেশ কোম্পানির কাছ থেকে ঘুষ নিয়েছিলেন গার্সিয়া। ওই ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ তাঁকে আটক করতে গিয়েছিল।

তবে গার্সিয়া ঘুষের অভিযোগ অস্বীকার করে বলেছিলেন,তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। পেরুর অন্তত পাঁচ জন সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এদের কয়েকজন কারাগারে রয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮