ট্রাম্পের টুইট: শ্রীলঙ্কায় নিহত ১৩৮ মিলিয়ন মানুষ!
-
সিরিজ বোমা হামলায় বিধ্বস্ত শ্রীলংকার গির্জা ও হোটেল
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় ১৩৮ মিলিয়ন মানুষ মারা গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুল করে টুইটার পেইজে পোস্ট দিয়েছেন। টুইট করার কয়েক মিনিট পরেই তিনি সে পোস্ট ডিলিট করে দেন। তবে, ততক্ষণে ট্রাম্পের ভুল বার্তা ভার্চুয়াল জগতে ভাইরাল হয়ে গেছে।
২০১৭ সালের হিসাব অনুযায়ী, শ্রীলঙ্কার মোট জনসংখ্যা দুই কোটি ১৪ লাখ ৪০ হাজার। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ মিলিয়নে যার অর্থ হলো ১৩ কোটি ৮০ লাখ মানুষ মারা গেছে। নিহতদের জন্য টুইটার বার্তায় ট্রাম্প গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি সন্ত্রাসী হামলার নিন্দা করেন তিনি। বিপর্যস্তকর এই অবস্থায় আমেরিকা শ্রীলংকাকে সাহায্য করতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে আজ (রোববার) সিরিজ বিস্ফোরণ ঘটে। এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২০৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৬০০ মানুষ। নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি পর্যটক থাকার খবর পাওয়া গেছে। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উদযাপনের দিনে এ বিস্ফোরণ ঘটল। বোমা বিস্ফোরণের পর কলম্বোর ইস্টার উৎসব বাতিল করা হয়।#
পার্সটুডে/এসআইবি/২১