লিবিয়া: সরকারি সেনাদের হামলায় পিছু হটেছে হাফতার অনুগতরা
https://parstoday.ir/bn/news/world-i69809-লিবিয়া_সরকারি_সেনাদের_হামলায়_পিছু_হটেছে_হাফতার_অনুগতরা
জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারি বাহিনীর হামলায় পিছু হটেছে দেশটির বিদ্রোহী নেতা খলিফা হাফতারের অনুগত সেনারা। রাজধানী ত্রিপোলির দক্ষিণে প্রচণ্ড সংঘর্ষের পর ৬০ কিলোমিটারেরও বেশি পিছিয়ে যেতে বাধ্য হয়েছে তারা।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
এপ্রিল ২৪, ২০১৯ ১৩:০৬ Asia/Dhaka
  • লিবিয়ায় দুপক্ষের সংঘর্ষ
    লিবিয়ায় দুপক্ষের সংঘর্ষ

জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারি বাহিনীর হামলায় পিছু হটেছে দেশটির বিদ্রোহী নেতা খলিফা হাফতারের অনুগত সেনারা। রাজধানী ত্রিপোলির দক্ষিণে প্রচণ্ড সংঘর্ষের পর ৬০ কিলোমিটারেরও বেশি পিছিয়ে যেতে বাধ্য হয়েছে তারা।

গত ৪ এপ্রিল হাফতার বাহিনী রাজধানী দখলের জন্য অভিযান শুরু করেছিল। কিন্তু সরকারি সেনাদের প্রবল প্রতিরোধের মুখে তারা পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে। হাফতার বাহিনীকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সমর্থন দিচ্ছে বলে জোরালো অভিযোগ রয়েছে।   

স্থানীয় সূত্রগুলো বলছে, ছোট শহর আজিজিয়া এখন সম্পূর্ণভাবে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। প্রচণ্ড সংঘর্ষের পর সেখানকার দোকানপাট খোলা হয়েছে। তবে দু পক্ষের লড়াইয়ে সাধারণ লোকজন উদ্বাস্তু হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা।

এদিকে, মিশরের রাজধানী কায়রোয় শীর্ষ সম্মেলনে যোগ দেয়া আফ্রিকান ইউনিয়নের নেতারা লিবিয়ার বিবদমান পক্ষগুলোকে দ্রুত ও নিঃশর্তভাবে যুদ্ধবিরতি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যুদ্ধে ক্ষতিগ্রস্ত লোকজনের ভেতরে মানবিক ত্রাণ সরবরাহে বাধা না দেয়ার কথাও বলেছেন তারা।#

পার্সটুডে/এসআইবি/২৪