নাইজারে জ্বালানী ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ৫৮ জনের মর্মান্তিক প্রাণহানি
-
বিস্ফোরণের পরদিন সোমবার সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে
আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামি’র বিমানবন্দরের কাছে একটি জ্বালানী ট্র্যাংকার ট্রাক বিস্ফোরণের ফলে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫৮ জন নিহত হয়েছে। ট্যাংকার ট্রাকটি রেল লাইনের কাছে পার্ক করতে গিয়ে উল্টে যাওয়ার পর সেখানে শতাধিক মানুষ তেল সংগ্রহ করতে জড়ো হয়।
এ সময় কোনো কারণে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রোববার রাতের এ মর্মান্তিক দুর্ঘটনায় আরো ৩৭ ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন।
প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসুফু হাসপাতাল পরিদর্শন করে আহতদের খোঁজখবর নিয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি’কে বলেন, মধ্যরাতের একটু আগে রেল লাইনের উপর ট্রাকটি উল্টে গেলে আশপাশের প্রচুর মানুষ তেল সংগ্রহ করতে সেখানে জড়ো হয়।

তিনি বলেন, এ সময় কারো হাতে থাকা আগুনের কারণে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং হতভাগ্য মানুষগুলো আগুনের মধ্যে আটকে যায়। নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বাজুম জানিয়েছেন, তেল সংগ্রহ করতে আসা এক ব্যক্তির মটোরসাইকেলের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
নাইজারের প্রতিবেশী এবং আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায় প্রায়ই জ্বালানী ট্যাংকার বিস্ফোরণ ঘটে। ২০১২ সালে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে এরকম এক বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছিল।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৭