অস্ট্রিয়ায় এবার স্কার্ফও নিষিদ্ধ; কেবল মুসলমানরাই টার্গেট
অস্ট্রিয়ার প্রাইমারি স্কুলে এখন থেকে আর মুসলিম মেয়েদেরকে স্কার্ফ বা মাথায় কাপড় ব্যবহার করতে দেওয়া হবে না। বুরকা ও নেকাব নিষিদ্ধের পর এবার মুসলিম মেয়েদের স্কার্ফ নিষিদ্ধ করেও আইন পাস করেছে অস্ট্রিয়ার সংসদ। সরাসরি মুসলমানদের টার্গেট করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ ইহুদিদের মাথায় টুপি এবং শিখদের পাগড়ি এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) অস্ট্রিয়ার সংসদে বিলটির পক্ষে ভোট দেন ক্ষমতাসীন মধ্য ডানপন্থী দল পিপলস পার্টি এবং উগ্র ডানপন্থী ফ্রিডম পার্টির উপস্থিত সব সদস্য। তবে বিরোধী দলের প্রায় সব সদস্যই এর বিপক্ষে ভোট দিয়েছেন।
এর আগে ২০১৭ সালের মে মাসে মুসলিম মহিলাদের বুরকা ও নেকাব নিষিদ্ধ করে আইন পাস করে অস্ট্রিয়ার সরকার। বুরকা ও নেকাবের পর স্কার্ফ নিষিদ্ধ হওয়ায় মুসলমানরা হতাশ হয়ে পড়েছেন।
অস্ট্রিয়ার মুসলমানদের প্রতিনিধিত্বকারী সংগঠন 'মুসলিম কমিউনিটি অরগানাইজেশন' স্কার্ফ নিষিদ্ধের আইনটিকে একটি ‘ধ্বংসাত্মক’ এবং 'বৈষম্যমূলক’ উল্লেখ করেছে। সংগঠনটি আরও বলেছে, তারা এই আইনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে খুব শিগগিরই সাংবিধানিক আদালতে আইনি লড়াইয়ে নামবে।
ইসলাম ধর্মমতে একটা নির্দিষ্ট বয়সের পর সব মেয়ের জন্য স্কার্ফ তথা শালীন পোশাক পরা ফরজ।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।