ব্রাজিলে মদের দোকানে গুলিতে নিহত ১১
https://parstoday.ir/bn/news/world-i70546-ব্রাজিলে_মদের_দোকানে_গুলিতে_নিহত_১১
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেমের একটি মদের দোকানে ক্রেতাদের ওপর অস্ত্রধারীদের গুলিতে ১১ জন নিহত হয়েছেন। গতকাল পারা রাজ্যের রাজধানীর সহিংসতাপূর্ণ দরিদ্র এলাকা গুয়ামায় এ ঘটনা ঘটেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২০, ২০১৯ ১৭:২০ Asia/Dhaka
  • ব্রাজিলের পুলিশ
    ব্রাজিলের পুলিশ

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেমের একটি মদের দোকানে ক্রেতাদের ওপর অস্ত্রধারীদের গুলিতে ১১ জন নিহত হয়েছেন। গতকাল পারা রাজ্যের রাজধানীর সহিংসতাপূর্ণ দরিদ্র এলাকা গুয়ামায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি ও মোটরসাইকেলে করে আসা মুখোশ পড়া একদল  সশস্ত্র ব্যক্তির গুলিতে ছয় নারী ও পাঁচ পুরুষ নিহত হয়েছেন।

নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার সম্ভাব্য কারণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায় নি। এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গুলির ঘটনার পর ধারণ করা কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে, সেখানে দেখা গেছে নিহত লোকজন দোকানটির মেঝেতে পড়ে রয়েছেন, মৃত এক নারী বারের কাউন্টারের ওপর পড়ে আছেন।

চলতি বছরের প্রথম তিন মাসে পারা রাজ্যে বিভিন্ন সহিংস ঘটনায় ৭৫৬ জন নিহত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০