হন্ডুরাসে মার্কিন দূতাবাসে আগুন দিলো বিক্ষোভকারীরা (ভিডিও)
(last modified Sat, 01 Jun 2019 13:38:09 GMT )
জুন ০১, ২০১৯ ১৯:৩৮ Asia/Dhaka
  • হন্ডুরাসে মার্কিন দূতাবাসে আগুন দিলো বিক্ষোভকারীরা (ভিডিও)

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে মার্কিন দূতাবাসে আগুন দিয়েছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা। বিভিন্ন সরকারি খাতে সংস্কারের বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ চলাকালে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়।

পুলিশ বলছে, মুখোশ পরিহিত কিছু বিক্ষোভকারী মার্কিন দূতাবাস ভবনের প্রবেশ পথে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদেরকে মার্কিনবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

গত কিছু দিন ধরেই হন্ডুরাসের স্বাস্থ্য ও শিক্ষা খাত বেসরকারিকরণে সরকারের নেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির হাজার হাজার চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থী রাস্তায় বিক্ষোভ করছেন। তারা সরকারের এই পরিকল্পনা বাতিলের দাবি জানিয়ে আসছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হলেও দরজাটি পুড়ে গেছে। তবে মূল ভবনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

মার্কিন দূতাবাস এক বিবৃতিতে হন্ডুরাসের জনগণকে সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। দেশটির পুলিশের মুখপাত্র জাইর মেজা বলেছেন, সন্দেহভাজন অগ্নিসংযোগকারী হিসেবে ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন ওই তরুণের আত্মীয়স্বজনরা বিক্ষোভকারীদের সঙ্গে নিয়ে দেশটির পুলিশের প্রধান কার্যালয়ে যান। সেখানে গিয়ে তারা ওই তরুণের মুক্তির দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলছে, সরকারের অনুপ্রবেশকারীরা বিক্ষোভকারীদের মাঝে ঢুকে দূতাবাসে আগুন দিয়েছে। হন্ডুরাসের বর্তমান সরকার মার্কিনপন্থী হিসেবে পরিচিত।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।      

ট্যাগ