লেবাননি নাগরিকের মুক্তি; রুহানিকে ধন্যবাদ জানালেন আউন
https://parstoday.ir/bn/news/world-i71157-লেবাননি_নাগরিকের_মুক্তি_রুহানিকে_ধন্যবাদ_জানালেন_আউন
আমেরিকার পক্ষে গুপ্তচরবৃত্তি করার দায়ে আটক লেবাননি নাগরিক নিযার যাক্কাকে মুক্তি দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। লেবাননি নাগরিক নিযার যাক্কা বৈরুতে পৌঁছে প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ১২, ২০১৯ ২০:১১ Asia/Dhaka
  • লেবাননি নাগরিকের মুক্তি; রুহানিকে ধন্যবাদ জানালেন আউন

আমেরিকার পক্ষে গুপ্তচরবৃত্তি করার দায়ে আটক লেবাননি নাগরিক নিযার যাক্কাকে মুক্তি দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। লেবাননি নাগরিক নিযার যাক্কা বৈরুতে পৌঁছে প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় মিশেল আউন বলেন, লেবানন নিজের নাগরিক হিসেবে নিযার যাক্কা'র মুক্তির বিষয়টি নিয়ে কাজ করেছে এবং চেষ্টা চালিয়েছে। শেষ পর্যন্ত এই প্রচেষ্টা সফল হয়েছে। এ সময় তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে এ জন্য ধন্যবাদ জানান।

নিযার যাক্কাকে মুক্তির বিষয়ে হিজবুল্লাহ'র ভূমিকা ছিল বলে লেবাননের জাতীয় নিরাপত্তা দপ্তরের মহাপরিচালক আব্বাস ইব্রাহিম জানিয়েছেন।

যাক্কা হলেন একজন প্রযুক্তি বিশেষজ্ঞ এবং তিনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতেন। আমেরিকার পক্ষে গুপ্তচরবৃত্তি করার জন্য ২০১৫ সালে ইরান তাকে আটক করে এবং বিচারের মাধ্যমে ২০১৬ সালে ১০ বছর কারাদণ্ড দেয়। একইসঙ্গে তাকে ৪২ লাখ ডলার জরিমানা করা হয়।

চার বছর কারাগারে থাকার পর তাকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে ইরানের নিরাপত্তা সূত্র জানিয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।