‘পারস্য উপসাগরে আরো সেনা মোতায়েন করতে পারে আমেরিকা’
-
মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে কথিত বেড়ে চলা হুমকি মোকাবেলার জন্য পারস্য উপসাগরে আরো সেনা মোতায়েন করার পরিকল্পনা করেছে আমেরিকা। গতকাল (শুক্রবার) মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান এ কথা বলেছেন।
ওমান সাগরে দুটি তেলবাহী টাংকারে সন্দেহজনক হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ বক্তব্য দিলেন। ইরান এ হামলাকে সন্দেহজন বলে মন্তব্য করেছে।
শানাহান বলেন, “আপনারা পরিস্থিতির দিকে নজর দিন, নরওয়ের একটি জাহাজ, একটি জাপানি জাহাজে হামলা হয়েছে। সৌদি আরব এবং বিশ্বের সমগ্র তেল পরিবহনের শতকরা ১৫ ভাগের পথ হচ্ছে হরমুজ প্রণালী। ফলে পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সেজন্য আমাদেরকে অবশ্যই বাড়তি সেনা মোতায়েনের পরিকল্পনা নেয়া জরুরি।”

শানাহান বলেন, ওমান সাগরে তেল ট্যাংকারে হামলায় ইরানের জড়িত থাকার বিষয়ে আমেরিকা আরো প্রমাণ তুলে ধরবে এবং তা দ্রুতই করা হবে। আমেরিকা যে ভিডিও ফুটেজ প্রচার করে হামলায় ইরানের জড়িত থাকার দাবি করছে তা ব্রিটেন ছাড়া ইউরোপের তেমন কোনো গ্রহণ করে নি। ইউরোপীয় দেশগুলো আমেরিকার ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।#
পার্সটুডে/এসআইবি/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।