লিবিয়া: হাফতার বাহিনীর কাছ থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র দখল
https://parstoday.ir/bn/news/world-i71612-লিবিয়া_হাফতার_বাহিনীর_কাছ_থেকে_মার্কিন_ক্ষেপণাস্ত্র_দখল
লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত সেনাদের কাছ  থেকে মার্কিন নির্মিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র দখল করেছে  দেশটির সরকারি সেনারা। রাজধানী ত্রিপোলির দক্ষিণে একটি সামরিক ঘাঁটি দখলের পর সেখান থেকে মার্কিন নির্মিত এসব ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ৩০, ২০১৯ ১৬:২৫ Asia/Dhaka
  • লিবিয়ায় উদ্ধার করা মার্কিন অস্ত্র
    লিবিয়ায় উদ্ধার করা মার্কিন অস্ত্র

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত সেনাদের কাছ  থেকে মার্কিন নির্মিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র দখল করেছে  দেশটির সরকারি সেনারা। রাজধানী ত্রিপোলির দক্ষিণে একটি সামরিক ঘাঁটি দখলের পর সেখান থেকে মার্কিন নির্মিত এসব ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

ত্রিপোলিভিত্তিক গভর্নমেন্ট ন্যাশনাল অ্যাকর্ড বা জিএনএ’র প্রতি অনুগত সেনারা গত বুধবার কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় ঘারিয়ান শহরটি দখল করার পর এসব অস্ত্র উদ্ধার করা হয়। হাফতার বাহিনীর জন্য এ শহরটি প্রধান সরবরাহকারী ঘাঁটি হিসেবে কাজ করছিল।

লিবিয়ার সরকারি সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ

জিএনএ শনিবার জানিয়েছে, হাফতার বাহিনীর কাছ থেকে যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে মার্কিন নির্মিত জ্যাভেলিন এন্টি-ট্যাংক মিসাইল। সংযুক্ত আরব আমিরাতের সেনাদের জন্য এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল আমেরিকা। সংযুক্ত আরব আমিরাত হচ্ছে জেনারেল হাফতারের অন্যতম প্রধান সমর্থনকারী দেশ।#           

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।