মোহাম্মাদ জাওয়াদ জারিফের টুইটের জবাবে যা বললেন জন বোল্টন
https://parstoday.ir/bn/news/world-i71862
পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার পেছনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের ভূমিকা ফাঁস করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ যে টুইট করেছেন তার জবাব দিয়েছেন বোল্টন। তিনি বুধবার এক পাল্টা টুইটে লিখেছেন, “কীভাবে একটি খারাপ চুক্তিকে শেষ করে দিতে হয় আমি একদিন তাকে সে ব্যাখ্যা দেব।”
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ১১, ২০১৯ ০৬:১১ Asia/Dhaka
  • জারিফ বলেন, ট্রাম্পকে ধোঁকা দিয়ে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়েছেন বোল্টন
    জারিফ বলেন, ট্রাম্পকে ধোঁকা দিয়ে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়েছেন বোল্টন

পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার পেছনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের ভূমিকা ফাঁস করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ যে টুইট করেছেন তার জবাব দিয়েছেন বোল্টন। তিনি বুধবার এক পাল্টা টুইটে লিখেছেন, “কীভাবে একটি খারাপ চুক্তিকে শেষ করে দিতে হয় আমি একদিন তাকে সে ব্যাখ্যা দেব।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোষ্টে বলেন, ২০০৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে তিন ইউরোপীয় দেশের সঙ্গে ইরানের একটি নিশ্চিত পরমাণু চুক্তিকে জন বোল্টন ও ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ধ্বংস করে দিয়েছিলেন। তারা ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে শূন্যের কোঠায় নামানোর দাবি জানিয়ে এ কাজ করেছিলেন।

জারিফ আরো বলেন, বোল্টন ও নেতানিয়াহুর ওই পদক্ষেপের ফল হয়েছিল এই যে, ইরান ২০১২ সাল নাগাদ নিজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিমাণ ১০০ গুণ বেশি বৃদ্ধি করেছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারও এই দুই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধোঁকা দিয়ে গোটা বিশ্বের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে ধ্বংস করেছে।

২০১৫ সালের জুলাই মাসে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর তা থেকে আমেরিকাকে বের করে নেন। ছয় জাতিগোষ্ঠীর অন্যতম দেশ ছিল আমেরিকা।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১১