বাইরের শক্তির হাতে আমাদের ভাগ্য নির্ধারিত হতে পারে না: আফগান প্রেসিডেন্ট
(last modified Sun, 11 Aug 2019 17:30:34 GMT )
আগস্ট ১১, ২০১৯ ২৩:৩০ Asia/Dhaka
  • আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি
    আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি বলেছেন, তিনি চান না বাইরের শক্তি আফগানিস্তানের বিষয়ে হস্তেক্ষপ করুক। তালেবান গেরিলাদের সঙ্গে যখন আমেরিকা একটি চুক্তির জন্য আলোচনা করছে তখন তিনি একথা বললেন।

রোববার এক টেলিভিশন ভাষণে আশরাফ গণি বলেন, “আফগানিস্তানের জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে, বাইরের কেউ নয়, যদিও তারা মিত্র।” তিনি জোর দিয়ে বলেন, আফগান সরকার ও তালেবানের মধ্যে চুক্তির মাধ্যমেই একমাত্র আফগানিস্তানে শান্তি আসতে পারে।

প্রেসিডেন্ট গণি বলেন, “আফগানিস্তানের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে শান্তি এবং কোনো সন্দেহ নেই যে, দেশে শান্তি আসবে। তবে আমরা এমন শান্তি চাই যার ফলে প্রতিটি মানুষের মর্যাদা থাকবে। আমরা এমন শান্তি চাই না যেখানে মানুষের মর্যাদা থাকবে না, আমরা এমন শান্তিও চাই না যার কারণে লোকজনকে দেশ ছাড়তে হয়।”

শান্তি আলোচনায় তালেবানের কয়েকজন প্রতিনিধি

আসন্ন নির্বাচন সম্পর্কে আশরাফ গণি বলেন, একটি নির্বাচিত ও বৈধ সরকার ছাড়া আফগানিস্তানের জনগণ সম্মানজনক শান্তি পাবে না।

কাতারের রাজধানী দোহায় দীর্ঘদিন ধরে তালেবান ও মার্কিন সরকার শান্তি আলোচনা চালাচ্ছে তবে তাতে আফগান সরকারকে রাখা হচ্ছে না। এ নিয়ে আফগান সরকার আমেরিকার ওপর ক্ষুব্ধ।#

পার্সটুডে/এসআইবি/১১

ট্যাগ