কাশ্মীর ইস্যু: পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i73363-কাশ্মীর_ইস্যু_পাকিস্তান_সফরে_যাচ্ছেন_সৌদি_ও_আমিরাতের_পররাষ্ট্রমন্ত্রী
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। আজ (বুধবার) একদিনের এ সফরে তারা পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৯ ১৪:৩৬ Asia/Dhaka
  • আদেল আল-জুবায়ের (বামে) এবং শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান
    আদেল আল-জুবায়ের (বামে) এবং শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। আজ (বুধবার) একদিনের এ সফরে তারা পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিশেষ কাশ্মীর সেলের উদ্বোধনী বৈঠকে যোগ দেয়ার আগে সংসদ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের আজকের সফর প্রসঙ্গে কোরেশি বলেন, ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির এই দুই প্রধান দেশের প্রতিনিধিরা বুধবার ইসলামাবাদে আসছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি (ফাইল ফটো)

শাহ মেহমুদ কোরেশি বলেন, “এই দুটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সামনে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি ও কাশ্মীরে ভারতের সর্বশেষ কর্মকাণ্ড তুলে ধরা হবে। এখনো কাশ্মীরে কারফিউ অব্যাহত রয়েছে। গত কয়েকদিনে এই দুটি দেশের ক্রাউন প্রিন্সদের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তারই ফল হিসেবে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান সফরে আসছেন।#

পার্সটুডে/এসআইবি/৪