পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন রক্ষায় ৭ দেশের চুক্তি সই
https://parstoday.ir/bn/news/world-i73443-পৃথিবীর_ফুসফুস_খ্যাত_আমাজন_রক্ষায়_৭_দেশের_চুক্তি_সই
পৃথিবীর ফুসফুস বলে খ্যাত আমাজনের আগুন নেভানোসহ বন রক্ষার জন্য একটি চুক্তিতে সই করেছে দক্ষিণ আমেরিকার সাতটি দেশ। কলম্বিয়ার লেটিসিয়া শহরে এক শীর্ষ সম্মেলনের মাধ্যমে চুক্তিতে সই করেন এসব দেশের নেতারা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ১২:৫৭ Asia/Dhaka
  • আমাজনে আগুন
    আমাজনে আগুন

পৃথিবীর ফুসফুস বলে খ্যাত আমাজনের আগুন নেভানোসহ বন রক্ষার জন্য একটি চুক্তিতে সই করেছে দক্ষিণ আমেরিকার সাতটি দেশ। কলম্বিয়ার লেটিসিয়া শহরে এক শীর্ষ সম্মেলনের মাধ্যমে চুক্তিতে সই করেন এসব দেশের নেতারা।

সাতটি দেশ হলো বলিভিয়া,ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু ও সুরিনাম। চুক্তিতে দুর্যোগ মোকাবিলা নেটওয়ার্ক এবং স্যাটেলাইট নজরদারির কথা বলা হয়েছে। এসব দেশ নতুন বনায়নের জন্যও কাজ করবে।

দেশগুলো আমাজন নদী অববাহিকা রক্ষায় পদক্ষেপ নিতেও সম্মত হয়েছে। সম্মেলনে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে বলেছেন, বৈঠকটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ আমাজনের অংশীদারদের মধ্যে সমন্বয় সাধনের ব্যবস্থা করবে।

বেশ কিছু দিন ধরে আগুনে পুড়ছে আমাজন। পরিসংখ্যান বলছে,অতীতে কখনো আমাজনে এত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (ইনপে) জানিয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে আমাজনে রেকর্ডসংখ্যক আগুন লাগার ঘটনা ঘটেছে। #

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।