ব্রেক্সিট বিলম্ব করতে ইউরোপীয় ইউনিয়নকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অনুরোধ
https://parstoday.ir/bn/news/world-i74615
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিট বিলম্বিত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ জানিয়েছেন। এক চিঠিতে তিনি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ব্রেক্সিট স্থগিত করার অনুরোধ জানান। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের কাছে বরিস জনসন এই চিঠি পাঠিয়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২০, ২০১৯ ১৩:৫৬ Asia/Dhaka
  • ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন
    ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিট বিলম্বিত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ জানিয়েছেন। এক চিঠিতে তিনি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ব্রেক্সিট স্থগিত করার অনুরোধ জানান। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের কাছে বরিস জনসন এই চিঠি পাঠিয়েছেন।

এই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট টুস্ক। তিনি জানান, ব্রেক্সিট পরিকল্পনা স্থগিত করার অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান আইন অনুযায়ী ব্রেক্সিট বিলম্বিত করার ব্যাপারে এ জোটের ২৭ দেশের নেতাকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে।  

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট সম্পাদনের বাধ্যবাধকতা রয়েছে ব্রিটেনের। কিন্তু নতুন চুক্তির খসড়ার ওপর গতকাল ভোটে হাউজ অব কমন্সে হেরে যান জনসন। ফলে আইনগতভাবে তিনি বাধ্য হন ইউরোপীয় ইউনিয়নকে ওই সময়সীমা বাড়ানোর অনুরোধ করতে।#

পার্সটুডে/এসআইবি/২০