ট্রাম্পের ইমপিচমেন্ট প্রক্রিয়া: শক্তিশালী সাক্ষ্য দিয়েছেন ইউক্রেনে নিযুক্ত রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/world-i74703-ট্রাম্পের_ইমপিচমেন্ট_প্রক্রিয়া_শক্তিশালী_সাক্ষ্য_দিয়েছেন_ইউক্রেনে_নিযুক্ত_রাষ্ট্রদূত
ইউক্রেনে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত উইলিয়াম ট্রেইলর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের ব্যাপারে মার্কিন প্রতিনিধি পরিষদের প্যানেলে সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৩, ২০১৯ ১৭:৫৯ Asia/Dhaka
  • উইলিয়াম টেইলর
    উইলিয়াম টেইলর

ইউক্রেনে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত উইলিয়াম ট্রেইলর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের ব্যাপারে মার্কিন প্রতিনিধি পরিষদের প্যানেলে সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য দিয়েছেন।

বিষয়টি স্বীকার করেছেন রিপাবলিকান দলের কংগ্রেসম্যান স্টিফেন লিঞ্চ। তিনি বলেন, কোনো প্রশ্ন ছাড়াই একথা বলতে হবে যে, এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য শুনলাম। প্রতিনিধি পরিষদের যে কমিটিতে এ শুনানি হয়েছে তাতে স্টিফেন লিঞ্চ উপস্থিত ছিলেন।

ডেমোক্র্যাট দল নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদ ট্রাম্পের ইমপিচমেন্টের ব্যাপারে তদন্ত শুরু করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির উপর প্রেসিডেন্ট ট্রাম্প গোপনে চাপ সৃষ্টি করে বলেছিলেন- তিনি যদি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাটদের শক্তিশালী প্রার্থী জো বাইডেন এবং তার ছেলের কথিত ব্যবসায়িক দুর্নীতির বিষয়ে তদন্ত না করেন তাহলে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বন্ধ থাকবে।  

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম টেইলর তদন্ত কমিটির শুনানিতে বিষয়টি খুবই স্পষ্ট করে বলেছেন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সোডল্যান্ড তাকে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ওই তদন্ত শুরু করবেন ততক্ষণ পর্যন্ত মার্কিন সামরিক সহায়তা দেয়া বন্ধ থাকবে।

এ সম্পর্কে লিঞ্চ বলেন, “এই সাক্ষ্য হচ্ছে বিরাট পরিবর্তন। আমি মনে করি এ বিষয়টি পুরো ঘটনাকে খুবই আন্দোলিত করে তুলবে। আমার মনে হয় যত প্রশ্ন এ পর্যন্ত উঠেছে তার চেয়ে অনেক বেশি জবাব এই বক্তব্যের ভেতরে রয়েছে।”#

পার্সটুডে/এসআইবি/২৩