হংকং বিষয়ক আইন পাস করায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল চীন
https://parstoday.ir/bn/news/world-i75486-হংকং_বিষয়ক_আইন_পাস_করায়_মার্কিন_রাষ্ট্রদূতকে_তলব_করল_চীন
হংকং বিষয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস করার প্রতিবাদে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৬, ২০১৯ ১৪:১৬ Asia/Dhaka
  • হংকংয়ে চীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ
    হংকংয়ে চীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

হংকং বিষয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস করার প্রতিবাদে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীন।

রাষ্ট্রদূত টেরি ব্রানস্ট্যাডকে তলব করে চীনের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপের নীতি থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে ‘হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাটিক অ্যাক্ট’ বিল পাস করা হয়েছে। বিলের পক্ষে ৪১৭ এবং বিপক্ষে একটি ভোট পড়ে। পরে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। এখন ধারণা করা হচ্ছে- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিলে সই করবেন এবং এটি হংকং বিষয়ক মার্কিন আইনে পরিণত হবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার তাদের ওয়েবসাইটে বলেছে, ভাইস প্রেসিডেন্ট ঝেং জেকুয়াং মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন, আমেরিকার সরকার যেন তার ভুল সংশোধন করে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা বন্ধ করে। গত জুন মাস থেকে হংকংয়ে চীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলে আসছে।#

পার্সটুডে/এসআইবি/২৬