চীনকে ঋণ দেবে বিশ্ব ব্যাংক; আপত্তি করেছেন ট্রাম্প
(last modified Sat, 07 Dec 2019 14:03:26 GMT )
ডিসেম্বর ০৭, ২০১৯ ২০:০৩ Asia/Dhaka
  • বিশ্ব ব্যাংক
    বিশ্ব ব্যাংক

চীনকে নতুন করে ঋণ না দেয়ার জন্য বিশ্ব ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন হচ্ছে একটি ধনী দেশ এবং তাদের প্রচুর অর্থ আছে; তাদেরকে নতুন করে আর অল্প সুদে ঋণ দেয়ার প্রয়োজন নেই।

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটি যখন চীনকে স্বল্প সুদে ঋণ দেয়ার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে ঠিক তার একদিন পর গতকাল (শুক্রবার) ডোনাল্ড ট্রাম্প এই আহ্বান জানালেন। আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান বৃহস্পতিবার জানিয়েছে, তারা চীনকে ২০২৫ সালের মধ্যে একশ থেকে দেড়শ কোটি ডলার ঋণ দেবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বেইজিংকে ঋণ দেয়ার ব্যাপারে আপত্তি জানানোর পরেও বিশ্ব ব্যাংক ওই পরিকল্পনা গ্রহণ করে। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার পোস্টে বিশ্ব সংস্থার সিদ্ধান্তের ব্যাপারে চটজলদি প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “কেন বিশ্ব ব্যাংক চীনকে অর্থ দেবে? এটা কী সম্ভব? চীনের তো প্রচুর অর্থ আছে। আর যদি তাদের অর্থ না থাকে তাহলে তারা নিজেরা তৈরি করে নিক। চীনকে অর্থ দেয়া বন্ধ করুন।”

মার্কিন অর্থমন্ত্রী নুচিনও বলেছেন, চীনের পরিবর্তে নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোকে অর্থ সহায়তা দেয়া হোক।#

পার্সটুডে/এসআইবি/৭

ট্যাগ