রুহানির আসন্ন টোকিও সফর সম্পর্কে জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
https://parstoday.ir/bn/news/world-i76024-রুহানির_আসন্ন_টোকিও_সফর_সম্পর্কে_জাপানি_পররাষ্ট্র_মন্ত্রণালয়ের_বক্তব্য
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির আসন্ন টোকিও সফরের ইতিবাচক ফলাফলের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।ওই মন্ত্রণালয়ের মুখপাত্র ইউশিহিদে সুগা বলেছেন, আগামী শুক্রবার দু’দিনের সফরে টোকিও পৌঁছাবেন প্রেসিডেন্ট রুহানি এবং এ সফরে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৯ ০৭:৫৭ Asia/Dhaka
  • জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউশিহিদে সুগা
    জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউশিহিদে সুগা

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির আসন্ন টোকিও সফরের ইতিবাচক ফলাফলের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।ওই মন্ত্রণালয়ের মুখপাত্র ইউশিহিদে সুগা বলেছেন, আগামী শুক্রবার দু’দিনের সফরে টোকিও পৌঁছাবেন প্রেসিডেন্ট রুহানি এবং এ সফরে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

ওই মুখপাত্র মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে আরো বলেন, পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও আমেরিকাসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশের সঙ্গে জাপান নিবিড় যোগাযোগ রক্ষা করছে ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

গতরাতে কুয়ালালামপুর পৌঁছেন প্রেসিডেন্ট রুহানি

প্রেসিডেন্ট হাসান রুহানি জাপান সফরের আগে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে গতরাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন।ওই সম্মেলনে বিশ্বের ৫২ দেশের রাষ্ট্র বা সরকার প্রধানসহ প্রায় ৪০০ রাজনীতিবিদ ও চিন্তাবিদ অংশ নিচ্ছেন।

হাসান রুহানি গত ১৯ বছরের মধ্যে প্রথম কোনো ইরানি প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার জাপান সফরে যাচ্ছেন। এর আগে ২০০০ সালের অক্টোবর মাসে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামি টোকিও সফরে গিয়েছিলেন।

গত জুন মাসে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ইরান সফর করেন। তিনি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্টের আসন্ন টোকিও সফরের খবর জানান।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।