কুয়ালালামপুরে মাহাথির, রুহানি, এরদোগান ও শেইখ তামিমের অংশগ্রহণে শীর্ষ সম্মেলন শুরু
(last modified Thu, 19 Dec 2019 04:24:27 GMT )
ডিসেম্বর ১৯, ২০১৯ ১০:২৪ Asia/Dhaka
  • কুয়ালালামপুরে মাহাথির, রুহানি, এরদোগান ও শেইখ তামিমের অংশগ্রহণে শীর্ষ সম্মেলন শুরু

ইসলামভীতি মোকাবেলার পাশাপাশি মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনার লক্ষ্যে মালয়েশিয়ায় আজ (বৃহস্পতিবার) সকালে শুরু হয়েছে শীর্ষ সম্মেলন। এর নাম দেওয়া হয়েছে কুয়ালালামপুর সামিট।

এতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ ছাড়াও ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি অংশ নিচ্ছেন। মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহর ভাষণের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়।

সামিটের অংশ হিসেবে গতকাল মুসলিম বিশ্বের যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যুব সম্মেলনেও ইসলামভীতি মোকাবেলাসহ মুসলিম বিশ্বের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অংশ নেওয়ার কথা থাকলেও তিনি তাতে অপারগতা প্রকাশ করেছেন। সৌদি আরব থেকে ফিরে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। মালয়েশিয়া, ইরান, কাতার ও তুরস্কের সরকার ও রাষ্ট্রপ্রধান ছাড়াও ৫০টির বেশি মুসলিম দেশের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

সৌদি সরকার প্রথম থেকেই কুয়ালালামপুর সামিট-কে ভালোভাবে দেখছে না বলে জানা গেছে। সৌদি আরব মনে করছে, এই সামিট মুসলিম বিশ্বে রিয়াদের প্রভাব আরও হ্রাস করবে। সৌদি আরব প্রচার চালিয়েছে, মালয়েশিয়া ওআইসি'র বিকল্প শক্তি গড়ে তুলতে চাইছে। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ এ ধরণের খবরের সত্যতা অস্বীকার করেছেন।

এ সম্মেলন শেষ হবে আগামীকাল।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

ট্যাগ