সিরিয়ায় মার্কিন সেনা: ট্রাম্পের বিপরীত কথা বললেন এসপার
https://parstoday.ir/bn/news/world-i76086
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, সিরিয়ায় যতদিন প্রয়োজন মার্কিন সেনা মোতায়েন থাকবে। তিনি এমন সময় একথা বললেন যখন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে তার দেশের সব সেনা সরিয়ে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৯ ০৭:৪৭ Asia/Dhaka
  • মার্কি এসপার ও ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)
    মার্কি এসপার ও ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, সিরিয়ায় যতদিন প্রয়োজন মার্কিন সেনা মোতায়েন থাকবে। তিনি এমন সময় একথা বললেন যখন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে তার দেশের সব সেনা সরিয়ে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন।

মার্ক এসপার শুক্রবার মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্কি মিলির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দাবি করেন, আমেরিকা পশ্চিম এশিয়ায় ‘ইরানের বিপদ’ দূর করার এবং উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে নির্মূলের লক্ষ্যে কাজ করছে।

তিনি আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সম্পর্কে দাবি করেন, যেকোনো সন্ত্রাসী হামলা থেকে আফগানিস্তানসহ গোটা অঞ্চলকে রক্ষা করার ‘দায়িত্ব’ পালন করছে মার্কিন সেনারা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এমন সময় পশ্চিম এশিয়া থেকে কথিত ইরানের বিপদ দূর করার কথা বললেন যখন এ অঞ্চলের সব নিরাপত্তাহীনতার মূল উৎস মার্কিন সেনা উপস্থিতি।

এ ছাড়া, আফগানিস্তানে গত ১৮ বছর ধরে মার্কিন সেনা মোতায়েন থাকলেও দেশটির নিরাপত্তা পরিস্থিতির কোনো উন্নতি ঘটাতে পারেনি মার্কিন বাহিনী। তারপরও মার্ক এসপার দাবি করছেন, আফগানিস্তানের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে মার্কিন সেনারা।#                                                   

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।