বোল্টনের বইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিল হোয়াইট হাউস
https://parstoday.ir/bn/news/world-i77066-বোল্টনের_বইয়ের_উপর_নিষেধাজ্ঞা_আরোপের_হুমকি_দিল_হোয়াইট_হাউস
আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের প্রকাশিতব্য বইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য ইউক্রেনের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প চাপ সৃষ্টি করেছিলেন বলে জন বোল্টন তার এ বইয়ে উল্লেখ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ৩০, ২০২০ ১৭:১৫ Asia/Dhaka
  • বোল্টন ও ট্রাম্প
    বোল্টন ও ট্রাম্প

আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের প্রকাশিতব্য বইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য ইউক্রেনের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প চাপ সৃষ্টি করেছিলেন বলে জন বোল্টন তার এ বইয়ে উল্লেখ করেছেন।

ট্রাম্পের বিরুদ্ধে যে ইমপিচমেন্টের প্রক্রিয়া চলছে বোল্টনের এ বই তাতে বড় ধরনের প্রমাণ হয়ে দাঁড়াতে পারে বলে আশংকা করা হচ্ছে।

জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা এরই মধ্যে জন বোল্টনের আইনজীবীকে একটি চিঠি দিয়েছেন এবং এতে বলা হয়েছে প্রকাশিতব্য বইয়ে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গোপন তথ্য রয়েছে যা কোনোভাবেই বই আকারে প্রকাশ করা ঠিক হবে না।

চিঠিতে আরো বলা হয়েছে, অতি গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য প্রকাশ করা হলে তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক রকমের ক্ষতি ডেকে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে।

জন বোল্টন

জন বোল্টন যে বই লিখেছেন তাতে তিনি বলেছেন, ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। এর বিনিময়ে তিনি প্রচুর পরিমাণে সামরিক সহায়তা দেয়ার অঙ্গীকার করেছিলেন ইউরোপীয় দেশটিকে। বোল্টনের বইয়ের নাম দেয়া হয়েছে ‘দি রুম হয়্যার ইট হাপেন্ড: এ হোয়াইট হাউস মেমোইর।”

জন বোল্টনের এই প্রকাশিতব্য বইয়ের পাণ্ডুলিপি একমাস আগে জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো হয়েছিল যাতে তারা মানসম্মত একটি পর্যালোচনা করতে পারেন। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট এবং তার আইনি টিমের কোন সদস্য ওই পাণ্ডুলিপির পর্যালোচনা কাজে অংশ নেন নি।#

পার্সটুডে/এসআইবি/৩০