হংকংয়ে এক ব্যক্তির মৃত্যু
করোনোভাইরাসে নিহত ৪২৭, চীনে যাওয়া বিদেশিদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা
-
চীনের হুবেই প্রদেশে নির্মিত এক হাজার সজ্জার নতুন হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসা শুরু
প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে নতুন করে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই হুবেই এর বাসিন্দা। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৫ জনে। এছাড়া সোমবার নতুন করে ৩ হাজার ২৩৫ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ হাজার ৪৩৮ জনে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হংকংয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা অঞ্চলটিতে এটিই প্রথম।
হংকংয়ে একজনের মৃত্যু
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, আজ (মঙ্গলবার) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হংকংয়ে ওই লোকের মৃত্যু হয়। তিনি গত ২১ জানুয়ারি চীনের উহান শহরে গিয়েছিলেন এবং দু’দিন পর হংকং ফিরে আসেন।
অবশ্য, এ ভাইরাসে চীনের বাইরে প্রথম মৃত্যুর খবর আসে ফিলিপাইন থেকে। তিনি চীনেরই একজন নাগরিক। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ফিলিপাইনে গিয়েছিলেন তিনি।
ফিলিপাইন ও হংকং মিলিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৭ জনে।

চীন ঘোরা বিদেশিদেরও দেশে ঢুকতে দেবে না রাশিয়া
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে বিমানে করে চীন ঘোরা বিদেশিদেরও রাশিয়ায় প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
আজ (মঙ্গলবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে সরকারি ওয়েবসাইটে প্রকাশিত একটি আদেশে জানিয়েছে মস্কো। এর আগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীনের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দেয় রাশিয়া। তখন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য চীনের নাগরিকদের জন্য ইলেক্ট্রনিক ভিসার সুযোগও বন্ধ করে দেবে মস্কো।
বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাস ২৪টি দেশে ছড়িয়েছে। তবে চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি জাপানে। সেখানে ২০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, থাইল্যান্ডে ১৯ জন, সিঙ্গাপুরে ১৮ জন এবং দক্ষিণ কোরিয়ায় ১৫ জন আক্রান্ত হয়েছেন। #
পার্সটুডে/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।