ইসরাইল থেকে হেরন ড্রোন কিনলো মরক্কো
(last modified Wed, 05 Feb 2020 11:57:42 GMT )
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১৭:৫৭ Asia/Dhaka
  • হেরন ড্রোন
    হেরন ড্রোন

ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে মরক্কোর সামরিক বাহিনী তিনটি হেরন ড্রোন কিনেছে। এসব ড্রোন গোয়েন্দা কাজে ব্যবহার করবে মরক্কোর সামরিক বাহিনী। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যদিও মরক্কোর আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে গোপনে তারা গোয়েন্দা সম্পর্ক রক্ষা করে চলে।

ফ্রান্সের একটি গোয়েন্দা বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, ইসরাইল থেকে তিনটি ড্রোন কিনতে মরক্কোকে চার কোটি ৮০ লাখ ডলার খরচ করতে হয়েছে। মরক্কোর কাছে ড্রোন তিনটি ফ্রান্সের মাধ্যমে বিক্রি করেছে ইসরাইল।

২০১৪ সালে এসব ড্রোন কেনার কথা ছিল কিন্তু নানা কারণে তা পিছিয়ে যায় এবং গত ২৬ জানুয়ারি ফ্রান্সের ডসাল্ট কোম্পানির কাছ থেকে মরক্কো ড্রোন তিনটি কিনেছে।

মরক্কোর দক্ষিণ অংশে এবং পশ্চিম সাহারা অঞ্চলে কিছু সন্ত্রাসী গোষ্ঠী তৎপর রয়েছে। তাদের ওপর নজরদারি করার জন্য এসব ড্রোন ব্যবহার করবে বলে রাবাত সরকার পরিকল্পনা করেছে।#

পার্সটুডে/এসআইবি/৫