কাবুলের শিখ মন্দিরে হামলায় নিহত ২৫; নিন্দা জানাল ইরান
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিখ মন্দিরে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) ভয়াবহ হামলায় ২৫ জন নিহত ও আটজন আহত হয়েছেন। কাবুলের ‘শুরবাজার’ এলাকায় বুধবার সকালে চালানো ওই হামলার দায় স্বীকার করেছে দায়েশ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি কাবুলের ওই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে আফগানিস্তানের পাশে থাকবে ইরান। তিনি গতকালের হামলায় নিহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জনান।

সাইয়্যেদ মুসাভি বলেন, সন্ত্রাসীরা তাদের ‘শয়তানি’ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আফগানিস্তানের জনগণের জানমালের অপূরণীয় ক্ষতি করছে। কিন্তু তাদের জেনে রাখা উচিত, এ ধরনের অপতৎপরতার মাধ্যমে তারা কোনোদিনও তাদের অশুভ লক্ষ্য হাসিল করতে পারবে না।উগ্র জঙ্গিরা আফগানিস্তানে সাম্প্রদায়িক সংঘাত, নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এমএমআই/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।