ইরাকে সামরিক অভিযানের বিরুদ্ধে পেন্টাগনকে সতর্ক করলেন মার্কিন জেনারেল
-
ইরাকে মোতায়েন একজন সেনা
ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির বিরুদ্ধে সামরিক অভিযানের যে পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমেরিকার শীর্ষ পর্যায়ের একজন জেনারেল।
পেন্টাগনের এই গোপন পরিকল্পনা দেখেছেন অথবা এ ব্যাপারে ব্রিফ করা হয়েছে এমন কয়েকজন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন যে, মার্কিন কেন্দ্রীয় কমান্ড এবং ইরাকে মোতায়েন সামরিক কর্মকর্তাদের পেন্টাগন এই নির্দেশ দিয়েছে যে, পপুলার মোবিলাইজেশন ইউনিটের অন্যতম অঙ্গ সংগঠন কাতাইব হিজবুল্লাহকে নির্মূল করার ব্যবস্থা নিতে হবে।
পেন্টাগনের এ নির্দেশনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে লেফটেন্যান্ট জেনারেল রবার্ট পি হোয়াইট বলেছেন, এই ধরনের অভিযান প্রচণ্ড রকমের রক্তক্ষয়ী হবে এবং তা হিতে বিপরীত হতে পারে।
এসব কর্মকর্তা আরো বলেছেন, লেফটেন্যান্ট জেনারেল রবার্ট মনে করেন- ইরাকে পপুলার মোবিলাইজেশন ইউনিটের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে হলে সেখানে নতুন করে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করতে হবে এবং বর্তমান মিশনে যে সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে সেগুলো পপুলার মোবিলাইজেশন ইউনিটের বিরুদ্ধে অভিযানে ব্যবহার করতে হবে।
আমেরিকা বেশ কিছুদিন ধরে অভিযোগ করে আসছে, ইরাকে মার্কিন বিভিন্ন স্থাপনার ওপর গত কয়েক মাস ধরে যে সমস্ত রকেট হামলা হয়েছে তার সঙ্গে পপুলার মোবিলাইজেশন ইউনিটের অঙ্গসংগঠন কাতাইব হিজবুল্লাহ জড়িত এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান এ সংগঠনকে সমর্থন দিচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/২৮