করোনা: স্পেনে টানা চতুর্থ দিনের মতো কমলো মৃতের সংখ্যা
https://parstoday.ir/bn/news/world-i78868-করোনা_স্পেনে_টানা_চতুর্থ_দিনের_মতো_কমলো_মৃতের_সংখ্যা
স্পেনে টানা চতুর্থ দিনের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। আজ (সোমবার) দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩৭ জন। এর আগে গতকাল রোববার মারা গেছেন ৬৭৪ জন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ০৬, ২০২০ ২১:২৩ Asia/Dhaka
  • করোনা: স্পেনে টানা চতুর্থ দিনের মতো কমলো মৃতের সংখ্যা

স্পেনে টানা চতুর্থ দিনের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। আজ (সোমবার) দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩৭ জন। এর আগে গতকাল রোববার মারা গেছেন ৬৭৪ জন।

শনি ও শুক্রবার মারা গেছেন যথাক্রমে ৮০৯ জন ও ৯৫০ জন। মৃতের সংখ্যায় টানা এ পতন কর্তৃপক্ষের মধ্যে আশা জাগিয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, মহামারীটির সবচেয়ে ভয়াবহ পর্যায় পার হয়ে এসেছে স্পেন।

সবমিলিয়ে এখন পর্যন্ত স্পেনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩০০ মানুষের বেশি। আক্রান্ত হয়েছেন আরো ১ লাখ ৩৫ হাজারের বেশি। বর্তমানে ইউরোপে সবচেয়ে বেশি আক্রান্তের দেশ স্পেন। তিনি সপ্তাহের বেশি সময় ধরে সেখানে জারি রয়েছে লকডাউন।

এই লকডাউন চলতি মাসের প্রায় শেষ পর্যন্ত জারি রাখা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা করোনা আক্রান্তদের শনাক্ত করতে পরীক্ষার হার বাড়াবে।#

পার্সটুডে/এসআইবি/৬