বেড়েই চলেছে বিশ্বব্যাপী করোনার বিপর্যয়
https://parstoday.ir/bn/news/world-i79284-বেড়েই_চলেছে_বিশ্বব্যাপী_করোনার_বিপর্যয়
প্রাণঘাতী করোনাভাইরাসের আঘাতে বিশ্বব্যাপী এ পর্যন্ত ২৬ লাখ ৮ হাজার ৬৩৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৮২ হাজার ১১৮ জন। করোনায় অসুস্থ হওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন সাত লাখ ১৪ হাজার ৮৪ জন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২২, ২০২০ ২১:০৮ Asia/Dhaka
  • বেড়েই চলেছে বিশ্বব্যাপী করোনার বিপর্যয়

প্রাণঘাতী করোনাভাইরাসের আঘাতে বিশ্বব্যাপী এ পর্যন্ত ২৬ লাখ ৮ হাজার ৬৩৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৮২ হাজার ১১৮ জন। করোনায় অসুস্থ হওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন সাত লাখ ১৪ হাজার ৮৪ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত যত মানুষ করোনা আক্রান্ত হয়েছে তার শতকরা তিন ভাগের অবস্থা গুরুতর। এ সংখ্যাটা ৫৬ হাজার ৬৫৭। এ পর্যন্ত যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে শতকরা ২০ ভাগ মারা গেছেন। আর সুস্থ হয়ে উঠেছেন শতকরা ৮০ ভাগ মানুষ।

করোনায় এ পর্যন্ত যত মানুষ মারা গেছে তার মধ্যে আমেরিকায় মারা গেছেন ৪৬ হাজার ১৪৯ জন। স্পেনে ২১ হাজার ৭১৭, ইতালিতে ২৫ হাজার ৮৫, জার্মানিতে মারা গেছেন পাঁচ হাজার ১৬৫ জন, ফ্রান্সে মারা গেছেন ২১ হাজার ৩৬০ জন, ব্রিটেনে মারা গেছেন ১৮ হাজার ১০০ জন, তুরস্কে মারা গেছেন দুই হাজার ৩৭৬ জন, ইরানে পাঁচ হাজার ৩৯১ জন এবং চীনে মারা গেছেন চার হাজার ৬৩২ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।#

পার্সটুডে/এসআইবি/এআর/২২