গুজবের অবসান: অবশেষে জনসমক্ষে দেখা মিলল কিম জং-উনের
-
সামাজিক দূরত্ব বজায় রেখে এবং লাল ফিতা কেটে রাসায়নিক সার কারখানা উদ্বোধন করছেন কিম জং-উ
প্রায় তিন সপ্তাহ লোকচক্ষুর অন্তরালে থাকার পর অবশেষে জনসমক্ষে হাজির হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার খবর দিয়েছে, কিম রাসায়নিক সার উৎপাদনের একটি কারখানা উদ্বোধন করেছেন।
গত তিন সপ্তাহ ধরে কিমের শোচনায় শারীরিক অবস্থা এমনকি তার মৃত্যুর খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়।অনেক পশ্চিমা গণমাধ্যম কিমের সম্ভাব্য উত্তরসূরি নিয়েও নানা বিশ্লেষণ প্রচার করে।

গতকাল টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়, কিম লাল ফিতা কেটে একটি কারখানা উদ্বোধন করেছেন এবং তার চারপাশে সমবেত লোকজন ব্যাপক আনন্দ প্রকাশ করেছে এবং হর্ষধ্বনি দিয়েছে। প্রাথমিকভাবে এ খবরের সঙ্গে কোনো ছবি বা ফুটেজ প্রকাশ করা হয়নি। পরে আজ (শনিবার) এ সংক্রান্ত ছবি প্রকাশ করা হয় এবং সেখানে দেখা যায়, কিম ফিতা কাটার অনুষ্ঠানে অন্যদের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখেছেন। অর্থাৎ এটি বিশ্বব্যাপী করোনাভাইরাস হানা দেয়ার আগের কোনো ছবি নয়।
গত ১৫ এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল-সানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিম জং-উনের অনুপস্থিতি তার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুজবের জন্ম দেয়। কিম জং উনকে গত ১১ এপ্রিল সর্বশেষ ক্ষমতাসীন দলের পলিটব্যুরো সভায় অংশগ্রহণ করতে দেখা যায়।#
পার্সটুডে/এমএমআই/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।