'লিবিয়ায় দুটি স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে তুরস্ক'
-
লিবিয়ায় ঘাঁটি করতে চায় তুরস্ক
লিবিয়ায় দুটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে তুরস্ক। এ খবর দিয়েছে তুর্কি একটি দৈনিক পত্রিকা।
লিবিয়ার বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলাদের কাছ থেকে বেশ কিছু অঞ্চল পুনর্দখলের জন্য যখন দেশটির সরকারি সেনারা অভিযান চালাচ্ছে তখন এই খবর বের হলো।
সামরিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের ইয়ানি শাফাক পত্রিকা জানিয়েছে, কৌশলগত মিসরাতা বন্দরে তুরস্ক একটি ঘাঁটি করার পরিকল্পনা করেছে। এছাড়া, রাজধানী ত্রিপোলির দক্ষিণে আল-ওয়াতিয়া বিমান ঘাঁটিকে ব্যবহার করবে আঙ্কারা।
এরমধ্যে মিসরাতা বন্দরকে তুরস্ক নৌ ঘাঁটি হিসেবে ব্যবহার করবে যেখানে সহযোগী শক্তি হিসেবে বিমান বাহিনীকেও রাখা হবে। ইয়ানি শাফাক বলছে, তুর্কি বাহিনীকে লিবিয়া সরকার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার সুযোগ দেবে।
বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের গেরিলাদের মোকাবেলায় তুরস্ক সরকার লিবিয়ায় সেনা পাঠিয়েছে। হাফতারকে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও সৌদি আরব।#
পার্সটুডে/এসআইবি/১৫