মশার লালা থেকে তৈরি ভ্যাকসিন অ্যান্টিবডি তৈরি করবে মানবদেহে
https://parstoday.ir/bn/news/world-i80721-মশার_লালা_থেকে_তৈরি_ভ্যাকসিন_অ্যান্টিবডি_তৈরি_করবে_মানবদেহে
এবার মশার লালা থেকেই মশাবাহিত বিভিন্ন রোগের প্রতিষেধক তৈরি হবে, এমনটাই দাবি গবেষকদের। কম্বোডিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশস ডিজিজের গবেষকরা বলছেন, নতুন ধরণের এই প্রতিষেধক মানব শরীরে তৈরি করবে অ্যান্টিবডি। যা মশাবাহিত সব ধরণের রোগের বিরুদ্ধে শরীরকে লড়তে সহায়তা করবে।#
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৬, ২০২০ ১৭:০২ Asia/Dhaka

এবার মশার লালা থেকেই মশাবাহিত বিভিন্ন রোগের প্রতিষেধক তৈরি হবে, এমনটাই দাবি গবেষকদের। কম্বোডিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশস ডিজিজের গবেষকরা বলছেন, নতুন ধরণের এই প্রতিষেধক মানব শরীরে তৈরি করবে অ্যান্টিবডি। যা মশাবাহিত সব ধরণের রোগের বিরুদ্ধে শরীরকে লড়তে সহায়তা করবে।#

পার্সটুডে/আবুসাঈদ১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।