পরমাণু সমঝোতা নিয়ে চীনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: ইইউ
https://parstoday.ir/bn/news/world-i80879-পরমাণু_সমঝোতা_নিয়ে_চীনের_সঙ্গে_ইতিবাচক_আলোচনা_হয়েছে_ইইউ
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চীনের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, পরমাণু সমঝোতা রক্ষার ব্যাপারে চীনের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৩, ২০২০ ০৭:৪৩ Asia/Dhaka
  • ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল
    ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চীনের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, পরমাণু সমঝোতা রক্ষার ব্যাপারে চীনের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে।

বোরেল জানান, ইইউ’র সঙ্গে চীনের এমন একটি বৈঠকে তিনি অংশ নিয়েছেন যেখানে ইউরোপীয় পরিষদের প্রধান শার্ল মিশেল এবং ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডারলাইন উপস্থিত ছিলেন।

বোরেল আরেকটি টুইটার বার্তায় লিখেছেন, তিনি ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করাসহ বিভিন্ন  বৈদেশিক ও নিরাপত্তাগত ইস্যু নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে শলাপরামর্শ করেছেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান

এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ানও সোমবার ইরানের পরমাণু সমঝোতার প্রতি তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে আমেরিকার ইরানবিরোধী পদক্ষেপের নিন্দা জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং একই বছরের নভেম্বরে তেহরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেন। পরবর্তীতে সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে ইরান এই সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি পালন স্থগিত রাখে।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।