‘ইরানের দুর্ঘটনা-কবলিত পরমাণু স্থাপনা থেকে পারমাণবিক নিঃসরণ হয়নি’
https://parstoday.ir/bn/news/world-i81172-ইরানের_দুর্ঘটনা_কবলিত_পরমাণু_স্থাপনা_থেকে_পারমাণবিক_নিঃসরণ_হয়নি’
ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় নির্মীয়মান যে শেডে দুর্ঘটনা ঘটেছে তাতে কোনো পারমাণবিক পদার্থ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।সংস্থাটি শুক্রবার রাতে এক বিবৃতি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৪, ২০২০ ০৭:৩৪ Asia/Dhaka
  • ইরানের আণবিক শক্তি সংস্থা এই ছবিটি প্রকাশ করে বলেছে, এই শেডে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটেছে।
    ইরানের আণবিক শক্তি সংস্থা এই ছবিটি প্রকাশ করে বলেছে, এই শেডে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটেছে।

ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় নির্মীয়মান যে শেডে দুর্ঘটনা ঘটেছে তাতে কোনো পারমাণবিক পদার্থ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।সংস্থাটি শুক্রবার রাতে এক বিবৃতি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়েছে, নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি আইএইএ’র তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এই সংস্থার বিশেষজ্ঞরা নিয়মিত স্থাপনাটি পরিদর্শন করে যাচ্ছেন।

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বৃহস্পতিবার সকালে জানিয়েছিলেন, নাতাঞ্জ পরমাণু স্থাপনার উন্মুক্ত স্থানে নির্মীয়মান একটি শেডে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি

বেহরুজ কামালবান্দি বলেন, পরমাণু স্থাপনাটির কার্যক্রম স্থগিত ছিল বলে এ দুর্ঘটনার মাধ্যমে কোনো ক্ষতিকর পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। আইএইএ’র বিশেষজ্ঞরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানান কামালবান্দি। দুর্ঘটনার ফলে নাতাঞ্জ পরমাণু স্থাপনার সার্বিক তৎপরতা ক্ষতিগ্রস্ত হয়নি বলেও ঘোষণা করেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান।#   

পার্সটুডে/এমএমআই/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।