দ্বিতীয় দিনের মতো জ্বলেছে মার্কিন বিমানবাহী রণতরী
https://parstoday.ir/bn/news/world-i81430-দ্বিতীয়_দিনের_মতো_জ্বলেছে_মার্কিন_বিমানবাহী_রণতরী
আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস বনোহোম রিচার্ডে এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কয়েকশ কর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুলাই ১৪, ২০২০ ১৪:৫৭ Asia/Dhaka
  • মার্কিন বিমানবাহী রণতরীর আগুন নেভানোর চেষ্টা
    মার্কিন বিমানবাহী রণতরীর আগুন নেভানোর চেষ্টা

আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস বনোহোম রিচার্ডে এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কয়েকশ কর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন।

রোববার সান ডিয়াগো শিপইোর্ডে মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম বিমানবাহী রণতরীতে ইউএসএস বনোহোম রিচার্ডে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ১৮ জনের আহত হওয়ার কথা বলা হলেও এ পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে ৬৩ জনে পৌঁছেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন সদস্য রয়েছেন।

সান ডিয়াগো শিপইয়ার্ডে ছোটখাটো রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাখা একটি ছোট জাহাজে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ইউএসএস বনোহোম রিচার্ডে। আগুন দ্রুতগতিতে জাহাজের টাওয়ারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন রিয়ার এডমিরাল ফিলিপ সোবেক। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভানোর জন্য হেলিকপ্টার থেকেও পানি ছিটানো হয়।

জ্বলছে ইউএসএস বোনোহোম

ইউএসএস বোনোহোম রিচার্ডে নৌবাহিনীর এক হাজার সদস্য থাকার কথা কিন্তু মেরামতের জন্য শিপইয়ার্ডে অবস্থান করায় জাহাজটিতে মাত্র ১৬০ জন ক্রু ছিলেন।

মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজে আগুন লাগার পর গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৪