যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারকের বাড়িতে ঢুকে গুলি: ছেলে নিহত, স্বামী আহত
https://parstoday.ir/bn/news/world-i81598-যুক্তরাষ্ট্রে_ফেডারেল_বিচারকের_বাড়িতে_ঢুকে_গুলি_ছেলে_নিহত_স্বামী_আহত
মার্কিন যুক্তরাষ্ট্রে গুলি করে একজন বিচারকের ছেলেকে হত্যা করা হয়েছে। নিউ জার্সির নর্থ ব্রন্সউইকে ডিস্ট্রিক্ট আদালতের বিচারক এস্থার সালাসের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২০, ২০২০ ১৭:২৪ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারকের বাড়িতে ঢুকে গুলি: ছেলে নিহত, স্বামী আহত

মার্কিন যুক্তরাষ্ট্রে গুলি করে একজন বিচারকের ছেলেকে হত্যা করা হয়েছে। নিউ জার্সির নর্থ ব্রন্সউইকে ডিস্ট্রিক্ট আদালতের বিচারক এস্থার সালাসের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

বিচারকের স্বামীও গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। মার্কিন এবিসি নিউজ জানিয়েছে, কেউ একজন পোস্টাল কোম্পানি ফেডএক্সের গাড়িচালক সেজে স্থানীয় সময় বিকাল ৫টার দিকে তাদের বাড়িতে গিয়েছিল, প্রাথমিকভাবে তদন্তকারীরা এমন তথ্য পেয়েছে। সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। এফবিআই ঘটনাটির তদন্ত করছে বলে নিজেদের টুইটার একাউন্টে জানিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে আরও একজন নিহত ও আট জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনার পর একজন নারীসহ মোট নয় জনকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হলেও বাকিদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

যুক্তরাষ্ট্রে প্রতিদিনই গুলিতে বেশ কয়েক জন মানুষ মারা যায়, তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এ ধরণের সহিংসতা আগের চেয়ে বেড়েছে। নিউ ইয়র্কেও গুলির ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়ে গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।