সেনা অভ্যুত্থানের জের: আফ্রিকান ইউনিয়নে মালির সদস্যপদ স্থগিত
https://parstoday.ir/bn/news/world-i82417-সেনা_অভ্যুত্থানের_জের_আফ্রিকান_ইউনিয়নে_মালির_সদস্যপদ_স্থগিত
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনা অভ্যুত্থানের পর আফ্রিকান ইউনিয়নে দেশটির সদস্য পদ স্থগিত করা হয়েছে। সেনা অভ্যুত্থানের পর মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতা পদত্যাগ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২০, ২০২০ ১৯:১৪ Asia/Dhaka
  • আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর
    আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনা অভ্যুত্থানের পর আফ্রিকান ইউনিয়নে দেশটির সদস্য পদ স্থগিত করা হয়েছে। সেনা অভ্যুত্থানের পর মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতা পদত্যাগ করেছেন।

গতকাল (বুধবার) শেষ বেলায় আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদ এক টুইটার পোস্টে মালির সদস্যপদ স্থগিত করার কথা ঘোষণা করেছে। আফ্রিকান ইউনিয়ন বলেছে, মালির সংবিধান পুনর্বহাল না করা পর্যন্ত দেশটির সদস্যপদ স্থগিত থাকবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মালির সামরিক জান্তার মুখপাত্র ইসমাইল ওয়াগু

একইসঙ্গে আটক প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার এবং প্রধানমন্ত্রী বুবু সিসে-সহ সরকারের অন্যান্য কর্মকর্তাকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। এরইমধ্যে আলজেরিয়া, মরক্কো এবং নাইজেরিয়াসহ আফ্রিকার আরো বেশ কয়েকটি দেশ মালির সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে।

গত মঙ্গলবার মালির রাজধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরে কাথি শহরের একটি সামরিক ঘাঁটি থেকে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরসহ অজ্ঞাতসংখ্যক শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাকে আটক করে।

ওই দিন শেষ বেলায় প্রেসিডেন্ট ইব্রাহিম কেইতাকে ক্লান্ত-শ্রান্ত অবস্থায় টেলিভিশনের সামনে হাজির করা হয় এবং তিনি বলেন, রক্তপাত এড়াতে তার সামনে পদত্যাগের কোনো বিকল্প নেই।#

পার্সটুডে/এসআইবি/২০