গ্রিসের সঙ্গে উত্তেজনার মধ্যেই এজিয়ান সাগরে সামরিক মহড়া চালালো তুরস্ক
(last modified Sun, 23 Aug 2020 15:51:38 GMT )
আগস্ট ২৩, ২০২০ ২১:৫১ Asia/Dhaka
  • নৌ মহড়ায় যুদ্ধজাহাজের সঙ্গে অংশ নেয় তুর্কি এফ-১৬ জঙ্গিবিমান
    নৌ মহড়ায় যুদ্ধজাহাজের সঙ্গে অংশ নেয় তুর্কি এফ-১৬ জঙ্গিবিমান

তুরস্কের বিমান এবং নৌবাহিনী যৌথভাবে মর্মর সাগরে সামিরক মহড়া চালিয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে যখন গ্রিসের সঙ্গে তুরস্কের উত্তেজনা তুঙ্গে তখন আঙ্কারা এই সামরিক মহড়া চালালো।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার বার্তায় জানিয়েছে, মহড়ায় যুদ্ধজাহাজের পাশাপাশি এফ-সিক্সটিন জঙ্গিবিমান অংশ নেয়। টুইটার বার্তায় দাবি করা হয়েছে, তুরস্কের যৌথ বাহিনীর যুদ্ধ ও সক্ষমতা বাড়ানোর জন্যই এ মহড়া পরিচালনা করা হয়েছে। তুরস্ক এবং গ্রিস দুটিই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য।

পূর্ব ভূমধ্যসাগরে গবেষণা জাহাজকে এস্কর্ট করে নিয়ে যাচ্ছে তুর্কি জাহাজ

চলতি মাসের প্রথম দিকে তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় তাদের একটি তেল-গ্যাস অনুসন্ধানের জন্য গবেষণা জাহাজ পাঠিয়েছিল। ওই জাহাজকে তুরস্কের যুদ্ধজাহাজ স্কর্ট করে নিয়ে যায়। তুরস্ক যে এলাকায় গবেষণা জাহাজটি পাঠিয়েছিল ওই এলাকাকে গ্রিস তার নিজের এলাকা বলে দাবি করছে।#

পার্সটুডে/এসআইবি/২৩

ট্যাগ