মহানবী (স.)-কে অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত; ইরানি আলেমদের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/world-i82847-মহানবী_(স.)_কে_অবমাননার_বিরুদ্ধে_প্রতিবাদ_অব্যাহত_ইরানি_আলেমদের_প্রতিক্রিয়া
মহানবী হজরত মুহাম্মাদ (সা.) ও পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আব্দুল্লাহ জাওয়াদ অমুলি ও আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি আলাদা বিবৃতিতে সুইডেনে পবিত্র কুরআন পোড়ানো এবং ফ্রান্সের ম্যাগাজিনে মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২০ ১৫:৫৭ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ জাওয়াদ অমুলি
    আয়াতুল্লাহ জাওয়াদ অমুলি

মহানবী হজরত মুহাম্মাদ (সা.) ও পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আব্দুল্লাহ জাওয়াদ অমুলি ও আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি আলাদা বিবৃতিতে সুইডেনে পবিত্র কুরআন পোড়ানো এবং ফ্রান্সের ম্যাগাজিনে মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আয়াতুল্লাহ জাওয়াদ অমুলি বলেছেন, ইউরোপের সরকারগুলোর উচিৎ এ ধরণের তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই পবিত্র কুরআন ও মহানবী (সা.) সহ কোনো ঐশী গ্রন্থ ও নবী-রাসূলকে অবমাননা করার সুযোগ পাবে না। এ ধরণের ঘৃণ্য তৎপরতার মাধ্যমে শত্রুরা তাদের লক্ষ্য হাসিল করতে পারবে না বলেও তিনি জানান।

আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি

এছাড়া আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি এক বিবৃতিতে বলেছেন, ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের মনে ভয়-ভীতি তৈরি করতে ইহুদিবাদী ও মার্কিন থিন্কট্যান্কগুলোর সহযোগিতায় কুরআন ও মহানবী (সা.)-কে অবমাননার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, বিশ্বের সব মুসলমানকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এ জন্য নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা জরুরি।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।