বরখাস্ত হয়েছেন সেই মার্কিন কমান্ডার
https://parstoday.ir/bn/news/world-i83870
মার্কিন মেরিন কোরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাইকেল জে. রেগনারকে বরখাস্ত করা হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ১৫, ২০২০ ১০:১৪ Asia/Dhaka
  • মার্কিন মেরিন কোরের একটি উভচর যুদ্ধযান
    মার্কিন মেরিন কোরের একটি উভচর যুদ্ধযান

মার্কিন মেরিন কোরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাইকেল জে. রেগনারকে বরখাস্ত করা হয়েছে।

গত ৩০ জুলাই ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে সামরিক প্রশিক্ষণের সময় একটি দুর্ঘটনা ঘটে যাতে আট মেরিন সেনা এবং একজন নৌবাহিনীর নাবিক নিহত হন। ওই ঘটনার জন্য লেফটেনেন্ট কর্নেল মাইকেল জে রেগনারকে বরখাস্ত করা হয়।

প্রশিক্ষণ শেষে উপকূলে ফেরার সময় আমেরিকার একটি উভচর যুদ্ধযান স্যানক্লেমেন্ট দ্বীপে ডুবে যায়। এতে মোট নয় সেনা নিহত হয়।

লেফটেন্যান্ট কর্নেল মাইকেল জে. রেগনার

লেফটেন্যান্ট কর্নেল মাইকেল জে. রেগনারকে বরখাস্ত করার ব্যাপারে মার্কিন মেরিন কোরের কমান্ডিং অফিসার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কার্স্টেন এস হেকেল এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনার জন্য দোষী সাব্যস্ত রেগনারকে বরখাস্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে কমান্ড দেয়ার ব্যাপারে তার অক্ষমতা এবং আস্থার অভাবের ঘাটতির জন্য তাকে বরখাস্ত করা হলো। তারই অদক্ষতার কারণে গত জুলাই মাসে প্রশিক্ষণের সময় ওই দুর্ঘটনা ঘটে।

মার্কিন মেরিন কোর অন্য এক বিবৃতিতে বলেছে, এ পর্যন্ত তদন্ত রিপোর্ট এবং সংগৃহীত তথ্য থেকে পরিষ্কার হয়েছে যে, কর্নেল রেগনারকে বরখাস্ত করার ব্যাপারে জেনারেল হেকেল যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক।#

পার্সটুডে/এসআইবি/১৫