ইসরাইলের কাছে এফ-২২ র‍্যাপ্টর বিমান বিক্রির অনুমতি দিলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i84345-ইসরাইলের_কাছে_এফ_২২_র_্যাপ্টর_বিমান_বিক্রির_অনুমতি_দিলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইলের কাছে এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিয়েছেন। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলকে অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে গড়ে তোলার যে নীতি আমেরিকা দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছে তার আওতায় ডোনাল্ড ট্রাম্প তেল আবিবের কাছে এফ-২২ বিমান বিক্রির অনুমতি দিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০২, ২০২০ ১৮:২৭ Asia/Dhaka
  • এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান
    এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইলের কাছে এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিয়েছেন। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলকে অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে গড়ে তোলার যে নীতি আমেরিকা দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছে তার আওতায় ডোনাল্ড ট্রাম্প তেল আবিবের কাছে এফ-২২ বিমান বিক্রির অনুমতি দিলেন।

লন্ডন থেকে প্রকাশিত দৈনিক আম-শারকুল আওসাত পত্রিকা তেল আবিবের কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলেছে, গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল সফর করেন এবং সে সময় তিনি ইসরাইলি কর্মকর্তাদের জানান যে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের কাছে ‌এফ-২২ বিমান ও গাইডেড বোমা বিক্রির অনুমোদন দিয়েছেন।

এফ-৩৫ বিমান

ইসরাইলের দৈনিক হারেৎস পত্রিকা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে আমেরিকা এফ-৩৫ বিমান বিক্রির সিদ্ধান্ত নেয়ার পর তেল আবিব মার্কিন কর্মকর্তাদের কাছে এফ-২২ বিমান সরবরাহ করার কথা বলেছেন।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসকে আবু ধাবির কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির ইচ্ছার কথা জানান।#

পার্সটুডে/এসআইবি/২