ফুটবলের জাদুকর ম্যারাডোনার ভক্তদের শোকানুষ্ঠান
https://parstoday.ir/bn/news/world-i84907-ফুটবলের_জাদুকর_ম্যারাডোনার_ভক্তদের_শোকানুষ্ঠান
আর্জেটিনায় ম্যারাডোনার ভক্তদের অনুষ্ঠিত শোকানুষ্ঠান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৬, ২০২০ ১৫:৪৩ Asia/Dhaka

আর্জেটিনায় ম্যারাডোনার ভক্তদের অনুষ্ঠিত শোকানুষ্ঠান।

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আর নেই।  তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, হার্ট অ্যাটাকের শিকার হন ম্যারাডোনা। এই অসুস্থতা থেকে আর বেঁচে ফিরতে পারেননি এই কিংবদন্তি।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।