আফগান সেনাদের হামলায় তালেবানের ৮ গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/world-i85000-আফগান_সেনাদের_হামলায়_তালেবানের_৮_গেরিলা_নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে উগ্র গোষ্ঠী তালেবানের হামলা পর সরকারি সেনাদের পাল্টা হামলায় আট তালেবান নিহত হয়েছে। গতকাল সারারাত তালেবানের সঙ্গে আফগান সেনাদের সংঘর্ষ হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ৩০, ২০২০ ১৮:১৭ Asia/Dhaka
  • গজনি শহরের উপকণ্ঠে আফগান সেনাদের সতর্ক প্রহরা (গতকালের ছবি)
    গজনি শহরের উপকণ্ঠে আফগান সেনাদের সতর্ক প্রহরা (গতকালের ছবি)

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে উগ্র গোষ্ঠী তালেবানের হামলা পর সরকারি সেনাদের পাল্টা হামলায় আট তালেবান নিহত হয়েছে। গতকাল সারারাত তালেবানের সঙ্গে আফগান সেনাদের সংঘর্ষ হয়।

আফগান সেনারা তালেবান গেরিলাদের ওপর বিমান হামলা চালায় এবং এতে সামরিক ঘাঁটিতে হামলার মূল পরিকল্পনাকারী এবং অন্য সাত গেরিলা নিহত হয়।

আফগান সামরিক বাহিনীর মুখপাত্র ফাওয়াদ আমান জানান, পরিকল্পনাকারী গেরিলার নাম হামজা ওয়াজিস্তানি এবং তিনি পাকিস্তান সীমান্ত এলাকা থেকে আফগানিস্তানে গিয়েছেন।

গজনী সামরিক ঘাঁটির কাছে রোববার সকালে একটি গাড়িতে বিস্ফোরক বোঝাই করে হামলা চালানো হয়। ওই হামলায় ৩০ জন নিহত এবং ২৪ জন আহত হয়।

গজনী হাসপাতালের পরিচালক বাজ মুহাম্মদ হেমাত জানান, নিহতদের সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। গত কয়েক মাসে আফগান নিরাপত্তা বাহিনীর ওপর যে হামলা হয়েছে গতকালের এ হামলা ছিল তার মধ্যে সবচেয়ে ভয়াবহ।#

পার্সটুডে/এসআইবি/৩০