আফগানিস্তানে বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত
https://parstoday.ir/bn/news/world-i85352-আফগানিস্তানে_বোমা_হামলায়_কাবুলের_ডেপুটি_গভর্নর_নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ (মঙ্গলবার) এক বোমা হামলায় শহরটির ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেবি নিহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত হামলাকারীরা তার গাড়িতে একটি বোমা বসিয়ে রেখেছিল। এ ধরণের বোমা সহজেই গাড়িতে লাগিয়ে দেওয়া যায়। এ ধরণের বোমাকে স্টিকি বোমা বলা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২০ ১৭:১০ Asia/Dhaka
  • আফগানিস্তানে বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ (মঙ্গলবার) এক বোমা হামলায় শহরটির ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেবি নিহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত হামলাকারীরা তার গাড়িতে একটি বোমা বসিয়ে রেখেছিল। এ ধরণের বোমা সহজেই গাড়িতে লাগিয়ে দেওয়া যায়। এ ধরণের বোমাকে স্টিকি বোমা বলা হয়।

বিস্ফোরণের সময় ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেবি তার নিরাপত্তারক্ষীদের নিয়ে ভ্রমণ করছিলেন। এ ঘটনায় তার দুই নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, আফগান শান্তি আলোচনা কাতার থেকে আফগানিস্তানে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বলেছেন, পরবর্তী দফার যেকোনো আলোচনা যেন আফগানিস্তানের কোথাও অনুষ্ঠিত হয়।

 যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ বলেছেন, আগামী ৫ জানুয়ারি পূর্বনির্ধারিত তারিখে পরবর্তী আন্তঃআফগান বৈঠক শুরু করতে হবে। এ কাজে দেরি করা উচিত হবে না।

আফগানিস্তানে  শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্লোগান তুলে মার্কিন সেনা মোতায়ন করা হলেও এখন পর্যন্ত সেখানে সহিংসতা অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/এসএ

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।