কলাম্বিয়ার সরকারি বাহিনীর হাতে ২য় বৃহত্তম গেরিলা গোষ্ঠীর নেতা নিহত
https://parstoday.ir/bn/news/world-i8761-কলাম্বিয়ার_সরকারি_বাহিনীর_হাতে_২য়_বৃহত্তম_গেরিলা_গোষ্ঠীর_নেতা_নিহত
কলাম্বিয়ার সামরিক বাহিনী আজ(রোববার) বলেছে, সরকারি বাহিনীর হাতে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে একজন গেরিলা নেতা নিহত হয়েছে। দেশটির চোকো অঞ্চলে সরকারি বাহিনীর অভিযানের সময়ে ফ্রাংকলিন নামে পরিচিত এ গেরিলা নেতা নিহত হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৮, ২০১৬ ১৬:০৩ Asia/Dhaka
  • কলাম্বিয়ার সরকারি বাহিনীর হাতে ২য় বৃহত্তম গেরিলা গোষ্ঠীর নেতা নিহত

কলাম্বিয়ার সামরিক বাহিনী আজ(রোববার) বলেছে, সরকারি বাহিনীর হাতে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে একজন গেরিলা নেতা নিহত হয়েছে। দেশটির চোকো অঞ্চলে সরকারি বাহিনীর অভিযানের সময়ে ফ্রাংকলিন নামে পরিচিত এ গেরিলা নেতা নিহত হয়।

সামরিক বাহিনীর বিবৃতিতে, ফ্রাংকলিনের নিহত হওয়ার ঘটনাকে কলাম্বিয়ার গেরিলা গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি বা ইএলএন’এর জন্য বড় বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়েছে। টুইট বার্তায় আরো বলা হয়, ইএলএন’কে অর্থ যোগানো এবং গোষ্ঠীটি পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন ফ্রাংকলিন।

ফ্রাংকলিনের স্থলাভিষিক্ত জোটানো ইএলএন’এর জন্য সহজ হবে এবং এতে গোষ্ঠীটির তৎপরতা চালানোও সহজ হবে না বলে কলাম্বিয়ার সামরিক বাহিনী মনে করছে। ফার্ক গেরিলা গোষ্ঠীর পরই ইএলএন’কে কলাম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম গেরিলা গোষ্ঠী হিসেবে মনে করা হয়। সিকি শতাব্দী ধরে ইএলএন’এর সঙ্গে জড়িত ছিলেন ফ্রাংকলিন।

তার বিরুদ্ধে হত্যাকাণ্ড, অপহরণ এবং চোকো প্রদেশে মাদক ব্যবস্থা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।#

মূসা রেজা/৮