মোগাদিশু হামলা: অন্তত ১০ জন নিহত, আহত ৩০
https://parstoday.ir/bn/news/world-i88296
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বিস্ফোরক বোঝাই একটি গাড়ির বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। গতকাল (শুক্রবার) রাতে মোগাদিশুর জনপ্রিয় একটি রেস্টুরেন্টের সামনে এই বিস্ফোরণ ঘটে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ০৬, ২০২১ ১৫:৩২ Asia/Dhaka
  • বিস্ফোরণের পর উদ্ধার তৎপরতা
    বিস্ফোরণের পর উদ্ধার তৎপরতা

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বিস্ফোরক বোঝাই একটি গাড়ির বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। গতকাল (শুক্রবার) রাতে মোগাদিশুর জনপ্রিয় একটি রেস্টুরেন্টের সামনে এই বিস্ফোরণ ঘটে।

সোমালিয়া পুলিশের মুখপাত্র সাদিক আলী আদান এই হামলার জন্য স্থানীয় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আশ-শাবাবকে দায়ী করেছেন। আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত এই গোষ্ঠী প্রায়ই মোগাদিশুতে বোমা হামলা চালায়।

গতরাতে যে রেস্টুরেন্টে হামলা হয়েছে সেখানে গত বছরেও হামলা হয়েছিল। গতকালে বিস্ফোরণের পর রেস্টুরেন্টের পাশের একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতের খাবার-দাবারের সময় সেখানে হামলা হয়। রেস্টুরেন্টটি তখন লোকজনে ভর্তি ছিল।

আজ (শনিবার) মোগাদিশুতে বিরোধী জোটের পক্ষ থেকে বিক্ষোভের ঘোষণা দেয়া হয়েছিল। এজন্য রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। এর মধ্যেই এই হামলা হলো। পরে অবশ্য বিরোধীরা বিক্ষোভ-কর্মসূচি স্থগিত করে।#

পার্সটুডে/এসআইবি/৬