আমেরিকার সঙ্গে ইরানের আপস-মীমাংসার সুযোগ রয়েছে: ল্যাভরভ
(last modified Thu, 01 Apr 2021 00:33:58 GMT )
এপ্রিল ০১, ২০২১ ০৬:৩৩ Asia/Dhaka
  • রুশ থিংক ট্যাংক- ওয়ালদাইয়ে বক্তব্য রাখছেন ল্যাভরভ
    রুশ থিংক ট্যাংক- ওয়ালদাইয়ে বক্তব্য রাখছেন ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে এখনো ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আপস-মীমাংসার সুযোগ রয়েছে। তিনি গতকাল (বুধবার) আন্তর্জাতিক সংলাপ বিষয়ক রুশ থিংক ট্যাংক- ওয়ালদাইয়ে বক্তব্য রাখতে গিয়ে এ আশা ব্যক্ত করেন।

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করার জন্য ওয়ালদাই বুধবার ওই আলোচনা সভার আয়োজন করে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় দেশ সদিচ্ছা প্রদর্শন করলে বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে সদিচ্ছার মনোভাব নিয়ে এগিয়ে আসলে পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসন করা সম্ভব।

ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার বাইডেন প্রশাসন যে নীতি গ্রহণ করেছে তা তুলে ধরে এ ব্যাপারে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, সদিচ্ছা থাকলে যেকোনো মুহূর্তে পরমাণু সমঝোতাকে আগের মতো কার্যকর করা সম্ভব।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয় যা ২০১৬ সালের জানুয়ারি মাসে বাস্তবায়ন করা শুরু হয়। কিন্তু ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এর ফলে এই সমঝোতা নিয়ে চলমান অচলাবস্থার সূচনা হয়। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার কথা বললেও এখন পর্যন্ত ওয়াশিংটন এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

 

ট্যাগ