তাইওয়ানে ট্রেন দুর্ঘটনা: নিহত ৪৮, আহত ৬৬
তাইওয়ানের পূর্বাঞ্চলে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪৮ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম এলাকার একটি টানেলের মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে এবং উদ্ধারকারী দল সেখানে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে।
তাইতুং শহরের দিকে যাওয়ার সময় ট্রেনটি হুয়ালিয়েনের কাছে একটি টানেলের মধ্যে প্রবেশ করার পর দুর্ঘটনায় পড়ে। ট্রেনটির কয়েকটি বগি টানেলের দেয়ালে আঘাত করে। তাইওয়ানের ফায়ার সার্ভিস এক বিবৃতিতে একথা জানিয়েছে।
তাইওয়ান পরিবহণ মন্ত্রণালয় নিহতের সংখ্যা ৪৮ বলে জানিয়েছে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩৬ বলে জানানো হয়েছিল। গত চার দশকের মধ্যে এটি হচ্ছে তাইওয়ানে সবচেয়ে বড় রেল দুর্ঘটনা। আহতদের মধ্যে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিল। ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনো উদ্ধার অভিযান চলছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রথম চারটি বগি থেকে ১০০ জনের মতো যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে পাঁচ থেকে আট নম্বর বগি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে।#
পার্সটুডে/এসআইবি/২